কুয়াকাটায় দুই দিনব্যাপী ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ সম্পন্ন
পর্যটন নগরী কুয়াকাটায় দুই দিনব্যাপী ট্যুর অপারেটদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে শনিবার ও রবিবার কুয়াকাটার নির্জন পিকনিক স্পটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও থাইল্যান্ডে ট্যুরিজম বিষয়ে অধ্যায়নরত সাজু সরদার, এ টু আই প্রোগ্রাম কনসালটেন্ট উপসচিব আবু সালেহ
মো. মাহফুজ আলম, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
প্রশিক্ষণে ট্যুর অপারেটরদের কুয়াকাটার ইতিহাস, ঐতিহ্য গুরুত্বপূর্ণ স্পট নিয়ে আলোচনার পাশাপাশি ট্যুরিস্টদের বিভিন্ন সেবা বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে ৬৫ জন ট্যুর অপারেটরদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।