আমতলীতে গণ সংবর্ধনা

শেয়ার করুন

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার অ্যাড. এমএ কাদের মিয়াকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার আমতলী পৌরসভা প্রাঙ্গণে এ গণ সংবর্ধনা দেয়া হয়।

জানাগেছে, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচন আগামী ১৬ মার্চ। এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা আওয়ামীলীগ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়াকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দেয়ায় শনিবার গণ সংবর্ধনা দেয়া হয়েছে। আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বাউফল পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খাঁন, সোহেলী পারভীন মালা, মোঃ রফিকুল ইসলাম রিপন, অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা প্রমুখ।


শেয়ার করুন

Similar Posts