গুলশানে আগুন: একজনের মৃত্যু

শেয়ার করুন

রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহে পোড়ার কোনো চিহ্ন নেই। ভবন থেকে লাফিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ হাসপাতালে নিয়ে আসা বনানী ক্লিনিকের কাস্টমার কেয়ার ইনচার্জ আশীস বিশ্বাস বলেন, আগুনের খবর শুনে তাদের ক্লিনিক থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা মরেদেহটি হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেন।

মৃতের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতায় বিমান বাহিনীর একটি দলও যোগ দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ পর্যন্ত চার নারীসহ সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনের ভেতরে অনেকে আটকে পড়েছেন। ধোঁয়া এবং আগুনের কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা গুলশান থানার পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এর বিভিন্ন ফ্লোরে অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।


শেয়ার করুন

Similar Posts