মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা
বিষখালির তীরে অগ্নিঝরা একাত্তর এর লেখক আহমদ সোবহান ব্যক্তিস্বার্থ চরিতার্থ ও অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে অসৎ উদ্দেশ্যে বেতাগীর স্বনামধন্য মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব,সাবেক সাংসদ অধ্যাপক হুমায়ুন কবির হিরু এবং মুক্তিযুদ্ধকালীন বেতাগী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি আ: রশিদ খলিফার অবদানকে সমাজে খাটো ও বিতর্কিত করে, মনগড়া বেতাগীর মুক্তিযুদ্ধের বিকৃত ও কাল্পনিক ইতিহাস লিখেছেন। যা- মানহানিকর,নিন্দনীয় এবং অমার্জনীয় অপরাধ।
সোমবার ঢাকাস্থ বেতাগী উপজেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বইয়ের ৫১ পৃষ্ঠায় লিখেছেন, “যারা মুক্তিযোদ্ধা তারাই আবার রাজাকার”। মুক্তিযোদ্ধাদেরকে ‘রাজাকার’ সম্বোধন করে তিনি সব মুক্তিযোদ্ধাকে অপমানিত করেছেন। এ গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করার দাবি জানান তিনি।
: