তিস্তার পানির ভাগ চাইলেন আব্দুল মোমেন
ভারতে অনুষ্ঠিত জি-২০ গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীদের বৃহস্পতিবারের সমাবেশে যোগ দিতে এসেছেন মোমেন। বাংলাদেশ সদস্য না হলেও, ভারত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ফটো।
নাম না করে তিস্তা চুক্তি না-হওয়া নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরকার অনুগত গবেষক সংস্থা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি সভায় আজ মোমেন বলেন, “ভৌগোলিক কারণে আমরা প্রকৃতি ও নদীর সুবিধা ভোগ করতে পারি। কিন্তু অন্য দেশকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করাটাও অনুচিত।” বাংলাদেশের বিদেশমন্ত্রী যে এ কথা বলে তিস্তার জলের ন্যায্য ভাগের দাবিই জানালেন, সন্দেহ নেই। তিনি বলেন, “প্রতিবেশী রাষ্ট্রগুলি সমৃদ্ধ হলে তা নিজের দেশেরও লাভ।”
ভারতে অনুষ্ঠিত জি-২০ গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীদের বৃহস্পতিবারের সমাবেশে যোগ দিতে এসেছেন মোমেন। বাংলাদেশ জি-২০-র সদস্য না হলেও গোষ্ঠীর প্রেসিডেন্ট দেশ ভারত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশমন্ত্রী বলেন, “কোনও দেশের ঘরোয়া রাজনৈতিক নীতিতে অন্য কোনও দেশের সংখ্যাগুরু বাসিন্দারা যাতে আহত না হন, সেটাও আমাদের দেখা উচিত।” মোমেনের কথায়, “সন্ত্রাসবাদ প্রশ্নে কঠোর বাংলাদেশ। তার ভূখণ্ড থেকে অন্য দেশের বিরুদ্ধে জঙ্গি তৎপরতাকে বরদাস্ত করে না বাংলাদেশ।