মৌলভীবাজারে যুবলীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

শেয়ার করুন

যুবলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পালটাপালটি ধাওয়া। ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারে যুবলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পালটাপালটি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে জেলা কেন্দ্রীয় শহিদ মিনার ও পুরাতন হাসপাতাল সড়কের মুখে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহানসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে যুবলীগের নেতাকর্মীরা দাবি করছেন, বিএনপির নেতাদের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরীসহ যুবলীগের ৫-৭ জন কর্মী আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন বলেন, শহিদ মিনারের সামনে আমরা মানববন্ধন করছিলাম। এ সময় চৌমুহনার দিক থেকে যুবলীগের একটি মিছিল এসে মানববন্ধনে হামলা করে। জেলা বিএনপির সভাপতিসহ ৫-৭ জন আহত হন।

জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন বলেন, আমরা শহরে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। তখন জানতে পারলাম বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ি আটকাচ্ছে। এ সময় আমরা মিছিল নিয়ে পৌরসভার দিকে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের মিছিলে ইট নিক্ষেপ করে। তাদের হামলায় যুবলীগকর্মী হেলাল উদ্দিন, সঞ্জু ও মঞ্জুসহ ৭-৮ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে জড়ো হয়েছিলেন। এ সময় যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌরসভার দিকে গেলে হঠাৎ করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুনেছি এতে ২-১ জন আহত হয়েছেন। কিন্তু কোনো দল এখনো অভিযোগ দেয়নি।


শেয়ার করুন

Similar Posts