ড. আবদুল মালেক নতুন প্রধান তথ্য কমিশনার
নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন তথ্য কমিশনার ও সাবেক তথ্য সচিব ড. আবদুল মালেক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ মর্মে প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তথ্য কমিশনার আবদুল মালেক-কে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এ বছরের ১৬ জানুয়ারি প্রধান তথ্য কমিশনার পদে মরতুজা আহমদের মেয়াদ পূর্ণ হলে পদটি শূন্য হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী ২০০৯ সালের ১ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এ কমিশনে এর আগে এম আজিজুর রহমান, মুহাম্মদ জমির, মোহাম্মদ ফারুক এবং গোলাম রহমান এ দায়িত্বপালন করেন। আবদুল মালেক দেশের ৬ষ্ঠ প্রধান তথ্য কমিশনার।