দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান ফখরুলের

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
শেয়ার করুন

দলীয় নেতাকর্মী গ্রেফতার, মিথ্যা মামলা, হয়রানি, সরকারের দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ ১০দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৯ থেকে ২৭ মে ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় জনসমাবেশ কর্মসূচি পালিত হবে।

শনিবার (১৩ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুর আড়াইটায় বিক্ষোভ শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার-প্লাকার্ড হাতে মিছিল নিয়ে কর্মীরা আসেন সভাস্থলে। নাইটিংঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত লোকারণ্য হয় হাজারো কর্মীর অবস্থানে। বেলা গড়াতেই মঞ্চে আসেন বিএনপির শীর্ষ নেতারা।

এরপরই প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ১০দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। জানান, ১০ দফা দাবি আদায়ে ১৯ মে (শুক্রবার) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জনসমাবেশ হবে। ২০ মে (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে (রোববার) ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে এ জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এসব জনসমাবেশ হবে।’

মির্জা ফখরুল বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনই একমাত্র পথ বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখা প্রায় সব নেতাই অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের অন্যায়ভাবে গায়েবি মামলায় গ্রেফতার করে হয়রানি করছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কোনো সফলতা নেই বলেও দাবি করেন বিএনপি নেতারা।


শেয়ার করুন

Similar Posts