আমতলীতে আ’লীগে দু’গ্রুপের প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

শেয়ার করুন

আমতলী উপজেলা আওয়ামীলীগের দু’গ্রুপের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।

এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, জিএম ওসমানী হাসান এবং অন্য গ্রুপে বরগুনা জেলা আওয়ামীলীগ ঘোষিত সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। দুই গ্রুপে আলাদা আলাদাভাবে কর্মসুচী পালন করায় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বুধবার সকাল ১০ টায় কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও জিএম ওসমানী হাসানের নেতৃত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, পৌর আওয়ামীলীগ সাবেক সভাপতি অ্যাড. একেএম বাহাদুর শাহ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোঃ জালাল আহম্মেদ খাঁন, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির মোল্লা, বশিরুল আলম তালুকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন, আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার, হারুন মোল্লা, হুমায়ুন কবির, আসাদুর রহমান আসাদ মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদ দেওয়ান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তিঠু, উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মতিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ ও পৌর ছাত্রলীগ সভাপতি জুয়েল গাজী প্রমুখ।

অন্যদিকে বরগুনা জেলা ঘোষিত উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমান বিকেল চারটায় দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে।

কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, তৃণমুল নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছি।


শেয়ার করুন

Similar Posts