আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন
আমতলী উপজেলার দক্ষিণ রাওঘা নুর আলআমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
রোববার দুপুর তিনটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
জানাগেছে, উপজেলার দক্ষিণ রাওঘা নুর আলআমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমের বিরুদ্ধে জিয়াউল হক টাকা ধার নেয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলা মিথ্যা বলে দাবী করেন প্রধান শিক্ষক সামসুল আলম। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রোববার আমতলী উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। দুপুর তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষকরা মানববন্ধন করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী গোলাম ফারুকের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড, এমএ কাদের মিয়া, শিক্ষক সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান, মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
পরে তারা উপজেলা নিার্বহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছেন ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, স্বারকলিপি যথাযথ প্রক্রিয়ার বরগুনা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।