পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক নেতা শহীদ পলাশের ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

শেয়ার করুন

পটুয়াখালী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশ এর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) শহীদ মাহামুদুর রহমান পলাশের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় টাউন জৈনকাঠী জৈনপুরী খানকাস্থ কবরস্থানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে কবরে পুষ্পস্তবক অর্পন করেন শহীদ মাহমুদুর রহমান পলাশের পিতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, জাতীয় সংসদের সাবেক মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছা, শহীদ পলাশের মামাজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, পলাশের সহধর্মীনি প্রভাষক রোকসানা পারভীন রিপা, ভাই ববি’র সহকারী পরিচালক ( অর্থ) ড. আতিকুর রহমান মাসুম, ছেলে হাসিন আরমান ফাহিম রহমান, মেয়ে ফারিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির, দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মোঃ সোহেল, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান, পাঞ্জাবিড়ি ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান খান, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহশিক্ষকবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এড. রিফাত হাসান সজিব, আবির মৃধাসহ অন্যান্যরা।

এছাড়া বাদ আছর শহরের পুরান বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোঃ শহিদউল্লাহ।

প্রকাশ, ২০০৫ সালের জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারির এক পর্যায় একটি বিরোধী চক্র মাহামুদুর রহমান পলাশকে ধাড়ালো অস্ত্রদিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার পর ঢাকায় চিকিৎসারত অবস্থায় ১১ জুলাই তার মৃত্যু হয়।


শেয়ার করুন

Similar Posts