বরগুনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত

শেয়ার করুন

বরগুনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে নিয়ার্স এন্ড ডিয়ার্স,বরগুনা (ঢাকাস্থ) আয়োজনে বরগুনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী শামসুল আলম। বক্তব্য রাখেন এনবিআর-এর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন, প্রফেসর ড: খলিলুর রহমান, প্রফেসর মোস্তফা জামান, প্রফেসর মো: রফিকুল ইসলাম টুকু, ড: এম খলিলুর রহমান,বরগুনা জেলা সমিতি, ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান খোকন, নিয়ার্স এন্ড ডিয়ার্স বরগুনার কর্নধার ফারুক আলম, মো: জসীমউদ্দিন, সাংবাদিক আবু জাফর সূর্য, সাংবাদিক সিদ্দিকুর রহমান, কাস্টম কমিশনার (অব:) নুরুল ইসলাম,শাহীন সিরাজ প্রমুখ।

সভায় বরগুনার সংসদ সদস্যদের ডিও লেটার সংগ্রহ, বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ,সংশ্লিষ্ট দপ্তরে ফাইল মুভিং এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি ও জনমত গঠনে বরগুনা-ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।


শেয়ার করুন

Similar Posts