ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা আনামকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্ধার
ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) সুফিউল আনামকে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে
১৮ মাস পূর্বে ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) সুফিউল আনামকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এনএসআই’র মাধ্যমে উদ্ধার করা হয়। তিনি শারীরিকভাবে সুস্থ্য রয়েছেন।
আজ তাকে দেশে আনা হবে এবং তার পরিবারের জিম্মায় দেয়া হবে ।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে জাতিসংঘে কর্মরত লেঃ কর্ণেল (অবঃ) সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে এবং তার মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবী করে।
লে: কর্নেল সুফিউল আনাম তাকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।