জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে শোকার্ত মানুষের ঢল নামে। আজকে জাতির পিতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সম্প্রীতি বাংলাদেশ।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু ভবনের সামনের রাস্তায় জমায়েত হতে থাকে।

সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহাতাব স্বপ্নীলের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্য রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস হালদার, ধীমান রায়, সিদ্দিকুর রহমান, রাজীব কর, আবু তালেব প্রমুখ।


শেয়ার করুন

Similar Posts