বাইডেনের সেলফি গলায় ঝুলিয়ে রাখুন : ফখরুল

ফাইল ফটো
শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সেলফি গলায় ঝুলিয়ে রাখতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি প্রসঙ্গে ফখরুল বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে একটা সেলফি নিয়ে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতে পারে।

তিনি বলেন, সেলফির জন্য ভিসা নীতি কিংবা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়নি। সময় থাকতে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন, না হলে এই সেলফি আপনাদের বাঁচাতে পারবে না। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

বিএনপির এই নেতা বলেন, কয়েক দিন আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন ‘সেন্টমার্টিন দ্বীপ দিচ্ছেন না বলে আমেরিকা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়।’ তাহলে এখন কী বুঝব, আপনারা ইতোমধ্যে সেন্টমার্টিন দিয়ে দিয়েছেন?

বিএনপি মহাসচিব বলেন, সরকার বেপরোয়া হয়ে গেছে। তারা র‌্যাব-পুলিশ দিয়ে ক্ষমতায় থাকতে চায়। সমগ্র দেশ জাতিকে জিম্মি বানিয়ে যেন-তেন নির্বাচনের পাঁয়তারা করছে।

ফখরুল বলেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন, না হলে কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। তারা জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা ১০টা আসনও পাবে না।

এর আগে, ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিার সঙ্গে বাইডেনের সেলফি দেখে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে এবং তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের লাফালাফি বন্ধ হয়ে গেছে।


শেয়ার করুন

Similar Posts