কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রম উদ্বোধন করেন ইসি সচিব
পটুয়াখালীর কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব মো: জাহাংগীর আলম।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রড-১) এ কে এম হুমায়ুন কবীর, আইডিয়া প্রকল্প এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালীর পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন অন্ততঃ পাঁচশত মানুষকে স্মার্ট পরিচয় পত্র প্রদান করা হয়। এছাড়া ২০ সেপ্টেম্বর থেকে পয়ার্যক্রমে দু’টি পৌরসভা এবং ১২ টি ইউনিয়নে স্মার্ট পরিচয় পত্র প্রদান করা হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।