কলাপাড়ায় ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তন ঘটনার বিচার দাবীতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় হালিম হাওলাদার (২৬) নামে এক ব্যবসায়ীর হাত-পায়ের রগ কেটে দেয়া ঘটনার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে উপজেলার মৎস্য বন্দর আলীপুর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনসার উদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লতাচাপলী ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা. মো: সিদ্দিকুর রহমান বিশ্বাস, আলীপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: সোহরাফ হোসেন, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমূখ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
এর আগে গত ২০ সেম্পেম্বর (বুধবার) রাত ৯টার দিকে আলীপুর বাজারে সৎ চাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে হালিম হাওলাদরের হাত-পায়ের রগ কর্তন করে দেয় ৪/৫ জনের একদল সন্ত্রাসীরা। হালিম হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে তিনজন আসামীকে গ্রেফতার করেছে। বাকী তিনজন আসামী এখনও পলাতক রয়েছে।
মহিপুর থানার ওসি মো: ফেরদৌস আলম জানান, ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।