ব্যবসায়ীর বাড়িতে নৈশভোজে পিটার হাস, আ.লীগ ও বিএনিপ রাজনীতিবিদদের যোগদানে কৌতূহল

শেয়ার করুন

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস একজন ব্যবসায়ীর বাড়িতে নৈশভোজে অংশ নিয়েছেন।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেনের বাসায় এ ভোজে অংশ নেন তিনি।

বুধবার রাতে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত ওই ভোজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সরকারি ও বিরোধী দলের নেতারা ছাড়াও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা। নৈশভোজে (সন্ধ্য ৭ টা থেকে রাত ৯টা) অতিথিদের মধ্যে আলোচনায় বহুল আলোচিত ২৮ শে অক্টোবর ছিল মূখ্য আলোচ্য।

বিএনপিপন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত সৈয়দ আলতাফ হোসেনের ওই আয়োজনে সঙ্গত কারণেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সরব উপস্থিতি ছিল। তবে সেখানে সরকারের প্রভাবশালী দু’জন মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির একজন সদস্যেরও অংশগ্রহণ ছিলো। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একই টেবিলে বসেছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বিএনপি নেতা জি এম সিরাজ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

একাধিক সূত্র জানিয়েছে, ওই আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক ও সরকার দলীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, গণফোরাম (মন্টু) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রগতি লাইফ ইন্সুরেন্সের ডিরেক্টর তাবিথ আউয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল প্রমুখ অংশ নেন।


শেয়ার করুন

Similar Posts