ভারত থেকে আলু আমদানি শুরু
দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে ভারতীয় আলু। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আলু নিয়ে সাতটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
এই বন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি করা হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাতটি ট্রাকে মোট ১৯০ মেট্রিক টন আলু আমদানি করেছে দুটি প্রতিষ্ঠান।
প্রতি মেট্রিক টন আলু আমদানিতে খরচ পড়েছে ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার। এ ছাড়াও আমদানীকৃত আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।
আলু আমদানি করায় দেশের বাজারে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমদানিকারক প্রতিষ্ঠান খান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে।