রাজধানীতে বাসে আগুন
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টায় পুরান ঢাকার তাঁতীবাজারে একটি এবং রাত ৮টায় বনানীতে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আর রাত সোয় ৯টার দিকে ঝিগাতলায় একটি বাসে আগুন দেওয়া হয়।
এদিন রাত ৯টার দিকে বগুড়া সদরের দীঘলকান্দা এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয় পিকেটাররা। এছাড়া বগুড়ায় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে জামায়াতের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটি দাবি করেছে। দিনটিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে সমর্থকরা।
তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সারা দেশে বিএনপি ও জামায়াতের ৫৮০ নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে দল দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের মধ্যে বিএনপির ৫১৫ ও জামায়াতের ৭৫ জন। বিএনপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় এক হাজার ৯১২ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অবরোধে তাদের ৬৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর-এই ১১ দিনে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১১৭টি মামলায় রাজধানী থেকে এক হাজার ৬৯৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন শুনানি হবে আগামী ২৯ নভেম্বর। আর রিমান্ড শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানিয়েছেন, পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বুধবার আমির খসরু ও স্বপনের জামিন চেয়ে আবেদন করা হয়। পরে ২৯ নভেম্বর জামিন শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
এছাড়া পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে করা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে এমরান সালেহ প্রিন্সকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বুধবার সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন।
দুপুরে যাত্রাবাড়ী, ওয়ারী, লালবাগ, মগবাজার, ধানমন্ডিতে পৃথক বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। বাড্ডায় বিক্ষোভ মিছিল করে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
ভোরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে গোপীবাগ এলাকায় রেলপথ অবরোধ করে পিকেটিং করেন সংগঠনের নেতাকর্মীরা। মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় ছাত্রদল। গুলশানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে তিতুমীর কলেজ ছাত্রদল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে একই স্থানে বিক্ষোভ মিছিল করে ছাত্রনেতারা।
রাজধানীতে তিন বাসে আগুন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।
পরে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর রাত ৮টায় বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। রাত সোয়া ৯টার দিকে ঝিগাতলা ঝিগাতলা বাস স্ট্যান্ডে রমজান পরিবহণ নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের কয়েকজন যাত্রী, চালক ও হেলপার বাস থেকে লাফিয়ে পড়েন। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গণতন্ত্র মঞ্চসহ সমমনা দল : পুরানা পল্টন-বিজয়নগর ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
এছাড়া নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন লেবার পার্টিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল করে। অবরোধের সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)। এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জামায়াতের নেতাকর্মীরা। সকালে রাজধানীর বাড্ডা, আগারগাঁও, রামপুরা, মিরপুর ও পল্লবীতে বিক্ষোভ মিছিল করেন নেতারা।
জবিতে ছাত্রদলের মিছিল : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধি জানান, সকাল ৮টায় পুরান ঢাকার বাংলাবাজার মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটক (অগ্রণী ব্যাংক গেট) হয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ি পর্যন্ত মিছিল করে শাখা ছাত্রদল।
প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া : সকাল ৭টার দিকে শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে জামায়াত শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সাবগ্রাম এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের চলে যেতে অনুরোধ করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়।
পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জামায়াত-শিবিরের ৬ নেতা গুলিতে আহত হয়েছেন বলে দাবি করে দলটির নেতাকর্মীরা। একই সময় জামায়াত নেতা আলী আজগরের নেতৃত্বে লাঠিসোঁটা হাতে নেতাকর্মীরা সদরের বাঘোপাড়া এলাকায় মিছিল নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশ এলে উভয়ের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা ককটেল হামলা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সেখানে জামায়াতের আরও চার নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় পিকেটাররা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে। এ সময় ককটেলের আঘাতে চালক রফিকুল ইসলাম সামান্য আহত হয়েছেন। রাতে বগুড়ার দীঘলকান্দি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী ভাঙারি পণ্যবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয় পিকেটাররা। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গাজীপুর ও কালীগঞ্জ : বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে ভোরে ঢাকা বাইপাস সড়কে নগরীর গলান এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।
খাগড়াছড়ি : বেলা পৌনে ১১টায় খাগড়াছড়ি-ঢাকা সড়কের আলুটিলায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্ভাডভ্যানের সামনের অংশ সর্ম্পূণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর (নারায়ণগঞ্জ) : বন্দর উপজেলার বঙ্গশাসন এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে সড়কের পাশে পার্কিং করা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিনের বলে জানা গেছে।
রাজশাহী : জেলার বানেশ্বর এলাকায় একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অবরোধে মহানগরীর জনজীবন ছিল স্বাভাবিক।
চট্টগ্রাম : ভোরে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় একটি টেম্পোতে পাথর ছুড়ে মারলে গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। যাত্রীর অভাবে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরীর বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে অবরোধকারীরা।
ফরিদপুর : সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।