তেজগাঁওয়ে দুর্ঘটনা: ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

শেয়ার করুন

তেজগাঁওয়ে ট্রেন দুর্ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবা রাত পৌনে দশটায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনায় পড়া ক্রেনটি সরিয়ে নিলে রাত ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে রেললাইনের ওপর থেকে ক্রেন সরিয়ে নিলে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

নিউজফ্ল্যাশ/এসএস।


শেয়ার করুন

Similar Posts