বিশ্বের স্থিতিশীলতাকে শক্তিশালী করার দায়িত্ব চীন ও ইউরোপীয় ইউনিয়নের:শি
চীনের নেতা শি জিনপিং বলেছেন, বেইজিং এবং ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বব্যাপী শাসন ও বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই একত্রে কাজ করতে হবে। খবর তাসের।
বেইজিংয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সাথে বৈঠককালে শি জিনপিং বলেন, ‘বিশ্বের স্থিতিশীলতাকে শক্তিশালী করার দায়িত্ব চীন ও ইউরোপীয় ইউনিয়নের। এক্ষেত্রে আমাদের অবশ্যই উন্নয়নে বৃহত্তর অনুপ্রেরণা প্রদান করতে হবে। আমাদেরকে বিশ্ব শাসনের নেতৃত্ব দিতে হবে এবং এটিকে সমর্থন দিতে হবে।’
সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শি জিনপিং উল্লেখ করেন যে বিশ্ব ‘বড় ধরনের পরিবর্তন’ প্রত্যক্ষ করছে।
চীনা নেতা জোর দিয়ে বলেন, চীন এবং ইইউ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে এবং বিশ্বায়নকে সহজতর করতে মূল বাজার হিসাবে কাজ করে।
রাষ্ট্র প্রধান উল্লেখ করেন, ‘চীন-ইউরোপীয় সম্পর্ক সারা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে।’
ইইউ-চীন শীর্ষ সম্মেলন সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে, শীর্ষ সম্মেলনটি দুই দিন ধরে চলার কথা থাকলেও ইউক্রেনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র মতবিরোধ ইউরোপীয় পক্ষকে তা সংক্ষেপ করতে বাধ্য করেছিল।
আলো/ জোহো।