বিএনপির উৎসবমুখর মানববন্ধনে ছবি তুলে অনেক সিনিয়র নেতা সরে গেছেন
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেছে বিএনপি। আজ রোববার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ কর্মসূচি। এতে বিএনপির চেয়ে সমমনা বিভিন্ন সংস্থার ব্যানারে বেশি নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা মানববন্ধন অংশ নিয়ে ছবি তোলা এবং নাম ঘোষণার ৫/৬ মিনিটের মধ্যে দ্রুত সরে গেছেন।
এর আগে, বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এতে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নির্বাচন বন্ধের পাশাপাশি নেতাকর্মীরা শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন।
সকাল থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেলে নিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘অবৈধ নির্বাচন, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগানে প্রেস ক্লাব এলাকা মুখরিত করে তোলেন।
বিএনপির রাজনীতি করায় সরকার বিরোধীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তারা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে ২৯ অক্টোবর থেকে ১০ দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা বিভিন্ন দল।