আওয়ামীলীগ আওয়ামীলীগ ভোট যুদ্ধ, বেকায়দায় দলীয় প্রার্থী শম্ভু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধ হবে। আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র তিন হেভিওয়েট প্রাথীর কারনে বেকায়দায় পরেছেন আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। স্বতন্ত্র প্রার্থীরা হলেন গোলাম সরোয়ার টুকু (ঈগল), গোলাম ছরোয়ার ফোরকান (কেচি) ও খলিলুর রহমান (ট্রাক)। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের অব্যহত হুমকিতে ভীত সন্ত্রস্ত সাধারণ ভোটাররা। এদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবী তাদের।
জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পান বর্তমান সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের তিন হেভিওয়েট প্রার্থী বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান , কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংঠনিক সম্পাদক খলিলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এতে একই দলের চারজন প্রার্থী ভোট যুদ্ধে সামিল হয়েছেন। তিন হেভিওয়েট প্রার্থীর কারনে বেকায়দায় পরেছেন আওয়ামীলীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পাঁচ বারের এমপি শম্ভু গত ৩০ বছর ধরে ক্ষমতায় থেকেও তার ও তার নেতাকর্মীদের জুলুম অত্যাচারে অতিষ্ঠ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। তার এমন কর্মকান্ডে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের মানুষ পরিবর্তনের পক্ষে একাট্টা।
এদিকে তফসিল ঘোষনার পর থেকেই আওয়ামীলীগ প্রার্থী শম্ভুর একান্ত সহযোগী আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান ও পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিভিন্ন পথসভায় অব্যহত হুমকি দিয়ে আসছেন এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানের। তাদের হুমকি অব্যহত থাকলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হবে বলে ধারনা করছেন সচেতন নাগরিকরা।
এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন শোকজ ও অর্থদন্ড করলেও তারা তাদের অবস্থান থেকে সরে দাড়ায়নি। এতে সাধারণ ভোটাররা আরো ভীত সন্ত্রস্ত। দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
অপর দিকে স্বতন্ত্র দুই প্রার্থী গোলাম সরোয়ার টুকু ও গোলাম ছরোয়ার ফোরকান নির্বাচনী এলাকা বরগুনার অলিগলি চষে বেড়াচ্ছেন। এতে তারা সাধারণ ভোটারের মন জয় করে নিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে সাধারণ ভোটাররা তাদের ভোট দিতে একাট্টা। স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ও গোলাম ছরোয়ার ফোরকান আমতলী-তালতলীর বিভিন্ন স্থানে পথসভা করছেন। ওই পথসভায় ব্যপক জনসমাগম হচ্ছে। আওয়ামীলীগ প্রার্থীও বসে নেই। তিনিও বিভিন্ন স্থানে পথসভা করছেন।
ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, বরগুনার মানুষ পরিবর্তন চায়। বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা গড়তে ভোট যুদ্ধে সামিল হয়েছি। পরিবর্তনের লক্ষে ভোটারদের ব্যপক সারা পাচ্ছি। আশা করি পরিবর্তনের পক্ষেই ভোটাররা ভোট দিবে। তিনি আরো বলেন, কোন হুমকি কাজে আসবে না, ভোটাররা ভোট দিতে পারলে ঈগল প্রতিকের বিজয় নিশ্চিত।
কেচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, গত ১৫ বছর সারা দেশের উন্নয়ন হলেও বরগুনা-১ আসনের উন্নয়ন হয়নি। এ অনুন্নত বরগুনাকে উন্নয়ন করতেই ভোট যুদ্ধে অবর্তিন হয়েছি। আমার বিশ্বাস এ উন্নয়নের ডাকে বরগুনা-১ আসনের মানুষ ব্যাপক সাড়া দেবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ প্রার্থীর একান্ত সহযোগীরা প্রকাশ্যে পথসভায় হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে ভোটাররা ভীত সন্ত্রস্ত। দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
এ বিষয়ে আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
আলো/জেএইচ।