এডিট করা ভিডিও দিয়ে দিলীপ কুমারকে বিতর্কিত করার অপচেষ্টা
জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী দিলীপ কুমার আগারওয়ালকে চরমভাবে বিতর্কিত করার অপচেষ্টা হয়েছে। তার একটি বক্তব্যের ভিডিওকে এডিটিং করে ভিন্নভাবে উপস্থাপন করে সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে।
এডিট করা ওই ভিডিওতে, নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ইউনিয়নে একটি করে মন্দির ও একটি করে শ্মশান প্রতিষ্ঠার কথা দেয়া হয়েছে। কিন্তু মূল ভিডিওতে বলা হয়েছে, তিনি বিজয়ী হলে প্রতিটি ইউনিয়নে মডেল মসজিদ করবেন, একটি মডেল মাদরাসা ও একটি করে মডেল পাবলিক গোরস্থানও করতে চান।
আলমডাঙ্গার ওই বক্তব্যের ভিডিও কাটিং করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। যা ঘিরে সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে। দিলীপ কুমার আগারওয়াল বলেন, ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করতে আমার জনসভার বক্তব্যকে কাট করে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে ভিডিও বানিয়েছে একটি চক্রান্তকারী দল।
তিনি আরও বলেন, এভাবে নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস চললে সমাজে এক ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। এর ব্যবস্থা এখনই নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে চক্রান্তকারীর ফেসবুক আইডি থেকে ভিডিওটি অপসারণ করার জন্যও অনুরোধ করেছেন তিনি।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল ঈগল প্রতীকের প্রার্থী হয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনে।