চাকরিতে ক্যাডার বৈষম্য নিরসনে পদক্ষেপ নেওয়া হবে: জনপ্রশাসনমন্ত্রী

শেয়ার করুন

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য শূন্যে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিয়োগ পাওয়ার পর আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরহাদ হোসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে নতুন মন্ত্রিসভায় জনপ্রশাসনমন্ত্রী হয়েছেন তিনি।

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ক্যাডার বৈষম্যের বিষয়গুলো ইতিমধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সামনের দিনে এগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে। তারা (সরকার) চাইবে এই বৈষম্য যাতে শূন্যে আসে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের নতুন মেয়াদে কর্মসংস্থানের ওপর বেশি জোর থাকবে জানিয়েছেন ফরহাদ হোসেন বলেন, সরকারি পদগুলো পূরণ করাসহ, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যেখানে শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করা। বেসরকারিভাবে যাতে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি হয় সেখানে যাতে আমাদের জনপ্রশাসন থেকে বিভিন্ন সেমিনার, যোগাযোগ- সেই কাজগুলো করে যাতে আমরা এগিয়ে নিতে পারি। সেজন্য আমাদের প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের ওপর আমরা বরাবরই জোর দিচ্ছি।


শেয়ার করুন

Similar Posts