পদ্মায় ফেরিডুবি: ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার

শেয়ার করুন

পদ্মার বুকে পাটুরিয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে যানবাহনগুলো উদ্ধার করা হয়।

এর আগে সকালে ঘন কুয়াশার কারণে বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ৯টি যানবাহন নিয়ে নদীতে ডুবে যায়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে একটি বাল্কহেড নোঙর করা ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দিলে এটি আস্তে আস্তে ডুবে যেতে থাকে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১ টায় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা।

৭ নম্বর ফেরিঘাটে কর্মরত রেডিও টেলিফোন অপারেটর (আরটিও) কে এম আব্দুল হালিম জানান, রাত ১ টায় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে দুটি বড় ও ৭টি নরমাল আকৃতির ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ফেরিটি আটকে ছিল। ফেরিতে শুধুমাত্র ট্রাকের চালক ও সহযোগীরা ছিলেন। এছাড়া অন্য কোন যাত্রী ছিলেন না বলে দাবি তার। আর কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানেন না বলেও জানান তিনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে নোঙর করে রাখা হয়। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেড নোঙর করা ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ডুবতে থাকে ফেরিটি। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে।


শেয়ার করুন

Similar Posts