কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র করার পরিকল্পনা নেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর

শেয়ার করুন

দেশে একটি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসন ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মককর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ কেন্দ্র কেন্দ্রীয়ভাবে সারা দেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো বরিশালে আসেন পটুয়াখালী-৪ আসনের এমপি। সার্কিট হাউজে তাকে স্বাগত জানান বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, পুলিশ কমিশনার জিহাদুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সিডরের মতো ভয়াবহ দুর্যোগে আমরা দেখেছি যে এটা কত জরুরি। সুপার সাইক্লোনে বিধ্বস্ত দক্ষিণ উপকূলে ত্রাণ সামগ্রী পৌঁছাতে তখন ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। দক্ষিণাঞ্চল দেশের অন্যতম প্রধান একটি দুর্যোগ প্রবণ এলাকা। বরিশালে একটি বিমান বন্দরও রয়েছে। এটি ঘিরে কেন্দ্রটি করার চিন্তা ভাবনা করতে পারি আমরা। প্রধানমন্ত্রীর অবদান পদ্মা সেতুকে ব্যবহার করে এ কেন্দ্র দিয়ে দুর্যোগ প্রবণ সবগুলো এলাকা কাভার করতে পারব আমরা।’

মহাদুর্যোগে মাটির ওপরের পাশাপাশি নিচেও শেল্টার কেন্দ্র থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের উন্নত ও আধুনিক দেশগুলোতে এরকম কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের দেশেও এটা হলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের যে নির্বাচনি ইশতেহার রয়েছে সে অনুযায়ী আগামী ৫ বছরে দেশকে স্মার্ট বাংলাদেশ করতে যা যা করা দরকার তার সবকিছুই করা হবে।’


শেয়ার করুন

Similar Posts