শেখ হাসিনাকে সুইস প্রেসিডেন্ট ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর অভিনন্দন
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড এবং ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে সুইস রাষ্ট্রপতি বলেন, ‘সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যান্ডেট পূরণে আপনার সাফল্য কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘আমি আপনার দেশ ও জনগণের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য আমার শুভ কামনাও জানাতে চাই।’
সুইস রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর প্রেক্ষাপটে আমি নিশ্চিত যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন, বহুপাক্ষিকতাবাদ এবং জাতিসংঘের চার্টারে অন্তর্ভুক্ত সার্বজনীন নীতিগুলোর মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার একটি শান্তি ও সমৃদ্ধির বিশ্বের দিকে প্রয়াসের ক্ষেত্রে আমাদের সেরা কম্পাস হিসাবে বিদ্যমান রয়েছে।’
সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি বলেন, ‘আমি আস্থাবান যে আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশকে যে বন্ধুত্বের বন্ধন বেঁধে রেখেছে তা ভবিষ্যতে আরও নিবিড় হতে থাকবে।’
অপর এক বার্তায় ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’
সেপ্টেম্বরে নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ আনন্দের ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সবুজ উত্তরণের বিষয়ে আমাদের আলোচনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকার দেখে আমি খুবই উৎসাহিত।’
মেটে ফেদেরিকসেন বলেন, ‘ডেনমার্ক বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আমি আশা করি, আপনার নতুন মেয়াদ অগ্রগতি, সমতা, শক্তিশালী গণতন্ত্র মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নতুন যুগের সূচনা করবে।’
তিনি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমার সরকার আমাদের দেশের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে এবং একসাথে টেকসই প্রবৃদ্ধি ও এর বাইরে সাফল্যের নতুন উচ্চতা অর্জন করতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’