পায়রা বন্দরে আনলোডারবাহী মাদার ভেসেল

শেয়ার করুন

পায়রা বন্দরে এসেছে আনলোডারবাহী মাদার ভেসেল। আরপিসিএল নরিনকো ইটারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রথম শিপ আনলোডার নিয়ে পায়রা বন্দরে এসেছে মাদার ভেসেল এমভি জি সান।

চায়না থেকে আসা বিশেষ এই মাদার ভেসেলটি বৃহস্পতিবার সকালে বন্দরে এসে পৌঁছায় বলে জানান পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

তিনি জানান, আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা অপারেশনে জেটিতে স্থাপনের জন্য প্রথম অত্যাধুনিক শিপ আনলোডার নিয়ে আসে মাদার ভেসেল। পরে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনলোডারবাহী মাদার ভেসেল আনা হয়। এই সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক অপারেশন কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে মেইন প্লান্ট ও কয়লা জেটিসহ সব অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালীতে স্থাপিত ১ হাজার ৩২০ মেগাওয়াটের দ্বিতীয় এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দুটি কেন্দ্রে দুই হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হবে। এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি প্রথম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। পরে ২০২২ সালের ২১ মার্চ ১ হাজার ৩২০ মেগাওয়াটের সেই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেয়ার করুন

Similar Posts