ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সহযোগিতার আশ্বাস জাপানের

শেয়ার করুন

ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় জাপান বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে জাপানের রাষ্ট্রদূত কিমিনরি ইয়োমার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা জানান।

এ সময় জাপানকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে মহিববুর রহমান সাইক্লোন সেন্টার ও দুর্যোগ পূর্ভাবাস সংশ্লিষ্ট প্রযুক্তি সহয়তা এবং সংশ্লিষ্ট গবেষণা উন্নয়নে জাপানের রাষ্ট্রদূতকে আরো সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

গ্রাম আদালতে জরিমানার সীমা বাড়াতে সংসদে বিলগ্রাম আদালতে জরিমানার সীমা বাড়াতে সংসদে বিল

জাপানের রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সফলতার ভূয়সী প্রসংসা করে বলেন, সামুদ্রিক ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের যৌথ প্রশিক্ষণসহ অভিন্ন অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম নেয়া হবে বলে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মেগা প্রকল্পের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় জাপান সাহায্য করে যাচ্ছে এবং দুই দেশ বর্তমানে কৌশলগত পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে।

তিনি আরো জানান, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী কেন্দ্রের পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জাপান বাংলাদেশকে সহায়তা করবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও প্রতিবেশের উপর চাপ সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে আর্থিক ও কারিগরি সহায়তা করবে জাপান সরকার। তিনি জানান, ভাসান চরেও রোহিঙ্গাদের জন্য জাপান সাহায্য অব্যাহত রাখবে।


শেয়ার করুন

Similar Posts