চট্টগ্রামে এয়ার এরাবিয়ার বিমানের জরুরি অবতরণ, বেঁচে গেলেন ১৫৮ জন যাত্রী
শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে চট্টগ্রামে । এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১৫১ জন যাত্রীসহ মোট ১৫৮ জন আরোহী। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
শাহ আমানত বিমানবন্দরের একটি সূত্র মানবজমিনকে জানিয়েছে, আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটটিতে হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। বিমানটিতে ৭ জন ক্রু ও ১৫১ জন যাত্রী ছিলেন। পরে বিশেষ ব্যবস্থায় বিমানটিকে নিচে অবতরণ করা হয়।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানের হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়ায় এটি জরুরি অবতরণ করেছে। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক আছে।