গাজীপুরে বাসচাপায় এক নারী শ্রমিক নিহতের গুজবে, বাসে অগ্নি সংযোগ

শেয়ার করুন

গাজীপুরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের তাকওয়া পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার খবরে বিক্ষুব্ধ শ্রমিকেরা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। তবে পুলিশ বলছে, নিহতের খবর ঠিক নয়, গুজব ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় , রাত সাড়ে আটটার দিকে পোশাক কারখানা শ্রমিককেরা মহানগরের ইটাহাটা এলাকায় সড়ক পারাপারের সময় তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় এক নারী শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা গাড়িতে ভাঙচুর চালায়। পরে কাশেম টেক্সটাইল মিলের সামনে বাসটিতে অগ্নি সংযোগ করা হয়। শ্রমিকরা আরো জানায়, বেপরোয়া গতির তাকওয়া পরিবহন প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই ওই পরিবহনের গাড়িগুলো তুলে দেয়ার দাবি তাদের।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুতঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত কাউকে দেখতে পাননি।
এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ইটাহাটা এলাকায় সিটি মেডিকেল কলেজের একজন নার্স শাপলা আক্তার (২৭) সড়ক পারাপারের সময় বাসচাপায় গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়ার পর আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর গুজব ছড়িয়ে ওই বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।


শেয়ার করুন

Similar Posts