পুলিশের উধ্বর্তন পদে ৪০ কর্মকর্তাকে রদবদল
পুলিশের উধ্বর্তন পদে কর্মকর্তাদের ব্যাপক রদবদল করা হয়েছে। পুলিশ বাহিনীর ৪০ জন কর্মকর্তাকে রদবদল করা হয়। এর মধ্যে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), সাতজন উপপুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
আজ রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করে।
এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার (অতিরিক্ত আইজি পদোন্নতিপ্রাপ্ত সুপারনিউমারারি) কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দপ্তরে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ডিআইজি মো. ইলিয়াছ শরিফকে বরিশাল রেঞ্জে, মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম পুলিশ কমিশনার, পুলিশ ট্রেনিং কলেজ খুলনার কমান্ড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মুহা আশরাফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে, আমর্ড ফোর্স ব্যাটালিয়নের মোহাম্মদ আব্দুল্লাহেল বাকীকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুবর রহমানকে ম্যাস র্যাপিড ট্রানজিট মেট্রোরেলের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের এসএম মোস্তাক আহমেদ খানকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসানকে হাইওয়ে পুলিশে ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি নজরুল ইসরামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে বদলি করা হয়েছে।
১৫ অতিরিক্ত ডিআইজির দপ্তর বদল
আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল ওয়ারিশকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সারকে এসবির অতিরিক্ত ডিআিইজি অতিরিক্ত আইজি (এসবি) ঢাকা কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) এ. এইচ. এম আব্দুর রকিবকে এসবিতে, ডিএমপির উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আনিসুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) এ.বি.এম. মাসুদ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. শহীদুল্লাহকে ডিএমপির যুগ্ম কমিশনার, নৌপুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শরিফুর রহমানকে অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপির যুগ্ম কমিশনার, যশোরের পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআিইজি, ডিএমপির উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপির যুগ্ম কমিশনার, পাবনা জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আকবর আলী মুন্সীকে গাজীপুর মহানগরীর উপকমিশনার, রংপুর জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. ফেরদৌস আলী চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
১৫ এসপিকে বদলি
এদিকে আলাদা এক প্রজ্ঞাপনে ১৫ পুলিশ সুপারের দপ্তর রদবদল করা হয়। তারা হলেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. শাহজাহানকে রংপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির ডিসি মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানকে সিলেট জেলা পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এছাড়া সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনকে ডিএমপির উপকমিশনার, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুই ইসলামকে কুমিল্লা জেলা পুলিশ সুপার, বরগুনার পুলিশ সুপার আব্দুস সালামকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বরগুনা জেলা পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার জাহির হাসানকে বগুড়া জেলা পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনর মোহাম্মদ মনিরুল ইসরামকে ফেনী জেলা পুলিশ সুপার, ডিএমপির ডিবির উপকমিশনার মো. আব্দুল আহাদকে পাবনা জেলা পুলিশ সুপার ও নীলফামারীর পুলিশ সুপার মো. গোলাম সবুরকে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া পিবিআিইয়ের পুলিশ সুপার মো. মকবুল হোসেনকে নীলফামারি জেলা পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলমকে যশোর জেলা পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে মাদারীপুর জেলা পুলিশ সুপার ও পুলিশ সদর দপ্তরের (পেষণে এনটিএমসি ঢাকায় কর্মরত) পুলিশ সুপার এমএন মোর্শেদকে সুনামগঞ্জে জেলা পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।