দীর্ঘ মেয়াদে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতায় কাজ করবে সরকার : যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ মেয়াদে শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ কথা জানান। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও তিনি জানান।

মুখপাত্র বলেন, ‘বিগত সপ্তাহগুলোতে মৃত্যু, মানবাধিকার লঙ্ঘন ও আহত হওয়ার খবরে আমরা আমাদের গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আরো সংঘাত থেকে বিরত থাকতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই। আমরা সহিংসতার সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহির আহ্বান জানাই।’

মুখপাত্র বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘ মেয়াদে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্তর্বর্তী সরকারের বিষয়ে সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে হওয়া উচিত।’

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমরা জানি, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।


শেয়ার করুন

Similar Posts