শেখ হাসিনার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ক্যাম্পাসে দখলদারির ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল’ শীর্ষক সমাবেশ কর্মসূচি পালনকালে এ দাবি জানানো হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করছি, খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যাঁরা তাঁর সহযোগী ছিলেন এবং ফ্যাসিজমের যাঁরা সহযোগী ছিলেন, তাঁদের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে হবে।’

উপদেষ্টাদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকে আমরা অনেক উপদেষ্টাকে দেখেছি খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে।


শেয়ার করুন

Similar Posts