সুইডেন আসলাম জামিনে মুক্ত

শেয়ার করুন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বহুল আলোচিত কয়েকটি মামলার আসামি শেখ আসলাম (সুইডেন আসলাম)।

মঙ্গলবার রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান। হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান জানান, হাজতি (নম্বর-৬৬৩/২০) শেখ আসলামের (৬২) জামিনের কাগজপত্র গতকাল কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই–বাছাই করে রাত ৯টায় তাকে মুক্তি দেয়।

তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়াও অস্ত্রসহ কয়েকটি মামলায় এরই মধ্যে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।


শেয়ার করুন

Similar Posts