গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ

শেয়ার করুন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে বিক্ষোভে কর্মসূচি পালন করছেন টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার পর শ্রমিকরা মহাসড়কে নেমে আসলে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তিন ঘন্টা ধরে এ অবস্থা চলতে থাকায় চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী লোকজন।

কারখানার শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন। কিন্তু বেতন ভাতা পরিশোধ না হয় তারা সড়কে নামতে বাধ্য হন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, টি অ্যান্ড জেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়কে নেমে আসলে যানজট লেগে যায়। তাদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।


শেয়ার করুন

Similar Posts