ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ক্লাবে পোপ ফ্রান্সিস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ইতালির রোমে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব’ চালু করেছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
‘থ্রি জিরো’ ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য আশার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়েছে। এটি তরুণদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং টেকসই সমাধানের একটি প্ল্যাটফর্ম দেবে।
রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনাকে লেখা একটি চিঠিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, তিনি এই উদ্যোগের জন্য সম্মানিত। একইসঙ্গে তিনি রেইনাকে অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের সঙ্গে একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার অভিন্ন আকাঙ্ক্ষাকে স্পষ্ট করে।
তিনি বলেন, এই উদ্যোগটি শুধু শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নয়; বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার আকাঙ্ক্ষাও রাখে।
তিনি আরও বলেন, এমন একটি সভ্যতাই কাউকে পিছিয়ে রাখা উচিত নয়, যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজের ভাগ্য ফেরাতে পারে। এমন একটি মানব পরিবারের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সামাজিক ন্যায়বিচারের প্রতি পোপ ফ্রান্সিসের অটল প্রতিশ্রুতি এবং সোশ্যাল বিজনেসের প্রতি আমার বিশ্বাস, থ্রি জিরো ক্লাবের তরুণদের এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে উৎসাহিত করবে যা অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে।
পোপ ফ্রান্সিসের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে একত্রে এই রূপান্তরমূলক যাত্রা শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।
সাম্প্রতিক হিসাব অনুসারে, সারা বিশ্বে অন্তত ৪ হাজার ৬০০টি থ্রি জিরো ক্লাব রয়েছে। এরমধ্যে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত।