ডিআরইউ’র ওয়েবসাইটে সদস্যদের পূর্ণাঙ্গ ডাটাবেজ

শেয়ার করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের (নাম, প্রতিষ্ঠান, মোবাইল নাম্বার ও ই-মেইল) ডাটাবেজ অন্তর্ভুক্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্থায়ী, অস্থায়ী এবং প্রয়াত তিনটি স্বতন্ত্র ট্যাব-লিংকে এই ডেটাবেজ প্রকাশ করা হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে ডিআরইউ বাগানে কেক কাটা হয়েছে।

তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। তিনি বলেন ডিআরইউকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার কাজ আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই শুরু করেছিলাম। পর্যায়ক্রমে ডিআরইউ অ্যাপস হালনাগাদ এবং আজ ওয়েবসাইটে ডাটাবেজের কাজটি সমন্ন হলো। এখন থেকে দেশ-বিদেশের যে কোন স্থান থেকে ওয়েবসাইটে সদস্যদের নাম সার্চ করে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো: শরীফুল ইসলাম ।


শেয়ার করুন

Similar Posts