প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলায় গাজীপুরে মোহামেডান জয়ী

শেয়ার করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৪-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। এর উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক হান্নান মিয়া হান্নু সহ ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকগণ জানান, তৃণমূল পর্যায়ে ফুটবলকে পৌঁছে দেয়ার লক্ষ্যে এই লীগের প্রথম দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামসহ ৩টি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Similar Posts