বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুদ্দিন, মহাসচিব মামুন

শেয়ার করুন

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

তিনি বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। বিসিএস ৩৬তম ব্যাচের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ মামুন মহাসচিব নির্বচিত হন।

শনিবার (৭ ডিসেম্বর) বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের এ নির্বাচন সম্পন্ন হয়। ঢাকায় তথ্য ভবনে সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক দেওয়ান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারে কর্মকর্তাগণ সরকারের কার্যক্রম ও বার্তসমূহ যেমন জনগণের কাছে পৌঁছে দেয়, তেমনি জনগণের কথাও সরকারের কাছে তুলে ধরে উভয়ের মাঝেই সম্পর্কের সেতুবন্ধন রচনা করে। দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। এই ক্যাডারের কর্মকর্তাগণ সমাজ পরিবর্তনের রূপকার হিসেবেই প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে সমাদৃত।


শেয়ার করুন

Similar Posts