পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২০২৫ সালের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
মো. মতিউর রহমান শেখ ও মো. আনিসুজ্জামান।
শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মতিউর রহমান শেখকে সভাপতি ও ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
এদিন কমিটির প্রথম সভায় ৩৫ সদস্যের মধ্যে দফতর বণ্টন করা হয়।