ইজতেমায় বৈষম্য নিরসনের দাবি, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

শেয়ার করুন

তাবলীগ-জামাতের ইজতেমায় বৈষম্য নিরসনে তিন দফা দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে নগরের বিআইডিসি বাজার সংলগ্ন এলাকার একটি হলরুমে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় এই সম্মেলনে।

সংবাদ সম্মেলনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট শিক্ষার্থী নূর মোহাম্মদ শাওন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করেছি, তাবলীগ-জামাতের দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের সঙ্গে দারুন ভাবে বৈষম্য করা হচ্ছে। ইজতেমায় প্রধান মুরুব্বিদের আগমনে, কাকরাইল মসজিদ ব্যবহারে, টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে ও ইজতেমার সময় বরাদ্দে চরম বৈষম্য হচ্ছে। ন্যায় ও সমতার ভিত্তিতে এই বৈষম্য অবিলম্বে দূর করা দরকার।

তিনি আরও বলেন, আগামী ২০শে জানুয়ারির মধ্যে উপরোক্ত প্রস্তাবনা মেনে নেয়া না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি জোরালোভাবে পালন করা হবে।
এসময় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নূর মোহাম্মদ শাওন, মোহাম্মদ তৈয়বুর রহমান, মোঃ রেদওয়ান, সাখাওয়াত হোসেন, শরিফুল, হুজাইফা, সিফাত, তাইবুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Similar Posts