শহীদ জিয়ার জন্মদিনে শহীদ মিনারে গান, কবিতা, আলোচনা
শহীদ জিয়ার জন্মদিনে তার পুত্রবধু জননেতা তারেক রহমানের সহধর্মীনি বেগম জুবাইদা রহমানের শহীদ জিয়াকে নিয়ে লেখা কবিতা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় কবিতা, গান ও আলোচনা অনুষ্ঠান।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সম্পাদক শাহীন রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান কবি নূরুল ইসলাম মনি। উদ্বোধন করেন জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। প্রধান আলোচক ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কামার ফরিদ, কবি জাকির আবু জাফর। অতিথি ছিলেন, কবি আসাদুল করিম শাহীন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি শাহীন চৌধুরী, কবি রফিক হাসান, জামাল উদ্দিন জামাল, আতিক হেলাল, মোসলেহ উদ্দিন, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি আবিদ আজম, নুরুন্নবী সোহেল, চলচ্চিত্র পরিচালক শাওন আশরাফ, কবি ও ছাত্রনেতা খোরশেদ আলম সোহেল। স্বাগত বক্তব্য রাখেন কবি মোসলেহ উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন কবি আতিক হেলাল।
আবৃত্তি করেন শামীমা চৌধুরী এলিস, সীমা ইসলাম, জাহান বশির, শেখ সাদী মারজান, সাব্বির আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন পলি রহমান, সারোয়ার মাহিন, দিপাশ আনোয়ার। কবিতা পাঠ করেন মালেক মাহমুদ, গোলাম কিবরীয়া, মুক্তা পারভীন, ইমরোজ সোহেল, সর্দার আব্বাস, শাজাহান মোহাম্মদ, সায়েদ আল ফারুক, ইলোরা সোমা, শায়েক সোবেদ, কাজী আনিস, শোভা চৌধুরী, শামসুল ইসলাম, এন জামান প্রমুখ।
প্রধান অতিথি নুরুল ইসলাম মনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার জাতীয়তাবাদী রাজনীতিকে বিস্তৃত করার লক্ষে আমাদেরকে তার চেতনা অনুসরণ করতে হবে। দেশে একটি সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত করতে হবে। সমাজ থেকে দুর্নীতি, অনাচার, স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচার দূর করতে হবে। বাংলাদেশী জাতীয়তাবাদ একটি ঐক্যের মতবাদ। এই মতবাদে এই ভূখন্ডে বসবাসকারী সকলকে ঐক্যবদ্ধ করতে হবে।
উদ্বোধক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল বলেন, শহীদ জিয়ার যোগ্য অনুসারী তারেক রহমান। জিয়ার আদর্শকে বাস্তবায়নের লক্ষে আমাদের সকলকে তার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। জিয়ার অসামাপ্ত কাজ সমাপ্ত করতে হবে।
রেজাউদ্দিন স্টালিন বলেন, সকল জাতীয়তাবাদী শক্তির ঐক্য এখন একান্ত জরুরী।
সভাপতির বক্তব্যে শাহীন রেজা বলেন, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম অনুসৃত নীতি বাস্তবায়ন করতে হবে।
ঠিকানা/ টাস