পাকিস্তানি নম্বর থেকে বিমানে বোমা হামলার ম্যাসেজ আসে: বেবিচক চেয়ারম্যান

শেয়ার করুন

বিমানবন্দরে বোমা হামলা হুমকির বিষয়ে হোয়াটসঅ্যাপে পাকিস্তানি নম্বর থেকে একটি বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা হুমকির সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এ কথা জানান।

তিনি বলেন, হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এসেছে। এটা পাকিস্তানি নম্বর। দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম। তবে কিছু পাওয়া যায়নি। তদন্তের সময় প্রতিটি লাগেজ স্ক্যানিংয়ের মাধ্যমে পরীক্ষা করা হয়। পুরো প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোম থেকে ঢাকায় এসে সকাল ৯টা ২০ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে ২৫০ যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছিল। প্রতিটি সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে, এবং যাত্রীদের নিরাপদে টার্মিনালে নিয়ে আসা হয়েছে।’

এ সময় যাত্রীদের দ্রুত টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য তিন-চারটি লাইন করে চেকিং করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। টার্মিনালে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা ছিল। তারা পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন। এত বড় একটি অপারেশনেও কোনো ধরণের বিশৃঙ্খলা হয়নি বলে জানান তিনি।


শেয়ার করুন

Similar Posts