নারী ফুটবলারকে হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ
![](https://dailyalorthikana.com/wp-content/uploads/2025/02/logo-mohola-porishad.jpg)
নারী ফুটবলারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছে, আমরা গভীর উদ্বেগের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে, দুই -দুইবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, এমনকি কাউকে কাউকে হত্যা ও ধর্ষণেরও হুমকি দেয়া হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বাংলাদেশের এই নারী ফুটবলাররা আজ যখন দেশে বিদেশে সুনামের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্টে বিজয়ের শিরোপা অর্জন করে দেশের সুনাম বয়ে আনছে, সেইসময় এই ধরনের পরিস্থিতি নারী ফুটবলারদের খেলার পরিবেশ বিঘিœত করা যা কিনা ফুটবলার সহ যেকোন নাগরিকের জন্য গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ মহিলা পরিষদ এই বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি আকর্ষন করে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে একই সাথে এই জাতীয় দলের ১৮জন ফুটবলারসহ সকল মহিলা ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানাচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।