ঢাকায় তিন দিনের টেবিল টেনিস টুর্নামেন্ট, শুরু ২১ শে ফেব্রুয়ারি

শেয়ার করুন

আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে দিনের এক উন্মুক্ত টেবিল টেনিস টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারুণ্যের এ উৎসব ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনা ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় উৎসবের আয়োজন করা হয়।
আগামী ১৮ই ফেব্রুয়ারি র মধ্যে এন্ট্রিফিসহ টেবিল টেনিস ফেডারেশন আবেদন দাখিল করতে হবে।

জানা গেছে, আগামী ২১ থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে একটি উন্মুক্ত একক টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে । এই টূর্ণামেন্টে পুরুষ, মহিলা, বালক ও বালিকা (অনুর্দ্ধ১৯ বছর) বিভাগে যেকোন জেলা, বিভাগ বা প্রতিষ্ঠান থেকে আগ্রহী প্রতিযোগিদের ৩০০/- (তিন’শ) ও ২০০/- টাকা এন্ট্রি ফি পরিশোধ সাপেক্ষে নাম আহবান করা হচ্ছে, যা আগামী ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে আহবায়ক, টূর্ণামেন্ট কমিটি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এর বরাবর দাখিল করতে হবে ।

অন্যথায় ০১৭৯৯৮২৮২১৮ এই নম্বরে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে এন্ট্রিফি পরিশোধ করা যাবে ।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


শেয়ার করুন

Similar Posts