মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আপন ২ ভাই নিহত

শেয়ার করুন

মাদারীপুর সদর উপজেলার খোয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, স্থানীয় চেয়ারম্যান জয়নাল মোল্লার সঙ্গে সাইফুল সরদারদের স্থানীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শাজাহান হাওলাদারের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে শনিবার সকাল ১০টায় আতাউর সরদারদের বাড়িতে হামলা চালায়। এসময় আতাউর সরদারসহ তার লোকজন বাঁধা দেয়। এতে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে স্থানীয় মসজিদে ঢুকে আতাউর সরদার ও সাইফুল সরদার এই দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। এরপর নিহত দুইভাইয়ের বসতঘরে ভাংচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ।

নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আহত ৩ জনকে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।


শেয়ার করুন

Similar Posts