ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে যেভাবে হবে শিরোপা নির্ধারণ

শেয়ার করুন

পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রোহিত শর্মার দল।

অন্যদিকে বেশ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পা রাখে মিচেল স্যান্টনারের দল। ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ কিউইদের সামনে। সর্বশেষ ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

ফাইনালে বৃষ্টি হলে কী হবে

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টির কারণে। যদিও পাকিস্তান পর্বে বৃষ্টি থাকলেও দুবাইতে তেমন সমস্যায় পড়তে হয়নি। তবুও শিরোপার লড়াইয়ে বেরসিক বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। উল্টো গরম বাড়তে পারে কিছুটা। তবে প্রকৃতির কথা মাথায় রেখেই বিকল্প চিন্তা করে রেখেছে আইসিসি। কোনো কারণে খেলা বিলম্বিত হলে অতিরিক্ত দুই ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে। আর বৃষ্টি বাধা দিলে রিজার্ভ ডে হিসেবে সোমবার (১০ মার্চ) রাখা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচ যেখানে শেষ হবে, সেখান থেকেই পরদিন খেলা শুরু হবে।

তবু যদি কোনোভাবে ম্যাচ সম্পূর্ণ করা না যায়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এর আগে ২০০২ সালে শ্রীলঙ্কায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালেও এমনটা করা হয়েছিল।


শেয়ার করুন

Similar Posts